১১ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোটডুবি

0
0

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী ১১ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে এলে ঢেউয়ের ধাক্কায় তলা ফেটে বোটটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীকে উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো: উজ্জ্বল। সেতু এলাকা পার হওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি ডুবে যায়। তবে তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে।

কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জাহানুর আলী বলেন, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ হতাহত ও নিখোঁজ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here