স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত দেশের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন যেমন নির্ভিক, তেমনি উদার। তিনি সারাজীবন দেশের স্বার্থের কথাই ভেবেছেন। তিনি ছিলেন স্বমহিমায় মহিমান্বিত ও স্মরণীয় একজন রাজনীতি ও অর্থনীতিবিদ। তার চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার অভাব অন্য কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।
শনিবার এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট অর্থনীতিবিদ, ভাষা সৌনিক, সিলেট- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে আবুল মাল আবদুল মুহিত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।