আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন

0
17

রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তবে সংসদ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আবদুল মুহিতের লাশ সড়ক পথে সিলেট নেয়া হবে। আগামীকাল রোববার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত বছর করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি ছিলেন আব্দুল মুহিত। এরপর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেন। করোনাক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা ক্রমশই দুর্বল হয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here