জি-২০: পুতিন-জেলেনস্কি থাকছেন একই মঞ্চে?

0
0

আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট সে আমন্ত্রণ গ্রহণও করেছেন। অন্যদিকে একই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। এরপর থেকেই বিশ্বের নানা দেশের দেওয়া শত শত নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। যুদ্ধ থামাতে পুতিনের সাথে কয়েকবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন জেলেনস্কি। তবে নানা কারণ দেখিয়ে রাশিয়া সেই আহ্বানে সাড়া দেয়নি।

জি ২০ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, ‘আমি জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছি।’ এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও উইদোদোর সাথে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

 

রাশিয়া জি-২০’র সদস্য হলেও, ইউক্রেন সংস্থাটির সদস্য নয়। জেলেনস্কি এক টুইট বার্তায় তাকে আমন্ত্রণ জানানোয় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বছরের ১৫ নভেম্বর ইন্দোনেশিয়া জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থাটির ২০টি সদস্য দেশ ও সংস্থা হলো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here