গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভ রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই নিয়ে আজ শুক্রবার কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো বলেন, ‘আন্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে পুতিনের মধ্যাঙ্গুলি দেখানো।’
গতকাল রাতে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে মস্কো।
অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধাপরাধ করেছে, সেটা দেখার সুযোগ গুতেরেসের হয়েছে।
তবে জাতিসংঘ মহাসচিবের এ সফরের সময় কিয়েভের সেন্ট্রাল শেভচেঙ্কো এলাকায় দুটি বিস্ফোরণ হয়েছে। শহরটির উত্তর পশ্চিমে একটি এলাকায় গুতেরেস যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে দাড়িয়ে সংবাদকর্মীদের ব্রিফিং করেন।