বাংলাদেশি একটি জাহাজ এক মাস আগে ভারতের কলকাতার নেতাজী সুবাস চন্দ্র ডকে পণ্য বোঝাইয়ের সময় উল্টে ডুবে গেছে। ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশি ১৫ নাবিক কলকাতা মেরিন ক্লাব হোটেলে (সি ম্যান হোস্টেল) আটকা পড়েছেন।
বন্দর কর্তৃপক্ষ তাদের অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন সেই নাবিকেরা। তারা দেশে ফেরার জন্য গতকাল বৃহস্পতিবার সাড়ে তিন মিনিটের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। সেখানে ডুবে যাওয়া জাহাজ এমভি মেরিন ট্রাস্ট ১–এর প্রধান প্রকৌশলী ফাহিম ফয়সাল তাদের দেশে ফিরিয়ে নেওয়ার আকুতি জানিয়েছেন।
তিনি জানান, গত ২০ মার্চ ১৫ জন নাবিক চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ নিয়ে কলকাতায় যান। সেখানে ২৩ মার্চ পৌঁছান। ২৪ মার্চ পণ্যবাহী কন্টেইনার তোলা শেষে একপাশে কাত হয়ে জাহাজটি উল্টে যায়। এ সময় নাবিকেরা দ্রুত দৌড়ে নেমে পড়েন। কলকাতা বন্দর কর্তৃপক্ষ তাদের নিয়ে মেরিন ক্লাব হোটেল (সি-ম্যান হোস্টেল) রাখে। সেখানে দীর্ঘ এক মাস ধরে তারা অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে।
ফাহিম ফয়সাল বলেন, তারা কলকাতা ও বাংলাদেশে যোগাযোগ করেছেন। কিন্তু দেশে ফেরাতে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। দেশের মালিকপক্ষ নাবিকদের দেশে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও কয়েক দিন ধরে আর কোনো যোগাযোগ করছে না। হোস্টেলে যেকোনো সময় খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নাবিকদের সবাই দেশে ফিরতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উচ্চ স্বরে আকুতি জানাতে থাকেন।
ফাহিম ফয়সাল বলেন, ‘আমাদের বাঁচান, আমাদের যেন বলির পাঠা বানানো না হয়। আমরা বাঁচতে চাই। আমাদের জীবন হুমকির মুখে। যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে। আমরা সবাই এক কাপড়ে আছি। আমরা নিরুপায়।’
আটকে পড়া নাবিকদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলা শিবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মিজানুর রহমান রয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।
মিজানুর বলেন, তারা ৭টি কক্ষে ১৫ জন অবস্থান করছেন। তাদের ঘরের বাইরে যেতে দেওয়া হয় না। তাদের কাছে কোনো টাকাও নেই। পড়ালেখার সনদপত্রসহ সব পোশাক জাহাজের মধ্যে রয়েছে। সেটা ডুবে গেছে। এখানে যে খাবার দেয় সেগুলো তেমন খাওয়া যায় না। খুবই কষ্টের মধ্যে রয়েছেন তারা।
মিজানুর আরও বলেন, বর্তমানে কোনো পক্ষই সাড়া দিচ্ছে না। খুবই বিপদের মধ্যে রয়েছেন নাবিকেরা। যেকোনো সময় খাবার দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। ডুবে যাওয়ার সময় কেউ ফোন নিয়ে নামতে পারেননি। তিনিই একমাত্র একটি ফোন নিয়ে নামতে পেরেছিলেন।
তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমরা দেশে ফিরতে চাই। এখানে যেসব নাবিক রয়েছেন তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা সবাই পরিবারের সঙ্গে ঈদ করতে চান। আমাদের বাঁচান।’
নাবিকদের দেশে ফেরানোর জন্য মালিকপক্ষকে তাগাদা দেয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের নৌবাণিজ্য কার্যালয়ের প্রধান কর্মকর্তা ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ।