অ্যান্ডারসন-ব্রডকে দলে ফেরাতে চান স্টোকস

0
61

ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়েছেন, টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া বেন স্টোকস দলে ফেরাতে চান দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না ইংল্যান্ডের এই দুই শীর্ষ উইকেট শিকারি।

গত বৃহস্পতিবার ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়ে স্টোকসের। জো রুটের উত্তরসূরি হলেন তিনি। ৩০ বছর বয়সী অলরাউন্ডার চান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে অ্যান্ডারসন ও ব্রডকে দলে ফেরাতে।

এই ব্যাপারে কি বলেন, ‘আমরা সেরা দল নির্বাচন করতে চাই। নির্বাচনের ব্যাপারে আমরা অধিক কিছু ভাবতে চাই না।’

এই মাসের শুরুতে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো কথা বলেন কি।

অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর উইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে ইংল্যান্ড। ধারাবাহিক ব্যর্থতার দাযে নেতৃত্ব ছাড়েন রুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here