সর্বশেষ সম্ভাব্য শান্তি চুক্তি প্রস্তাবে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পায় নি রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মারিয়া বলেন, ‘আজ সকাল পর্যন্ত, ব্রিফিংয়ের প্রস্তুতির সময় রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের কাছ থেকে কোনো উত্তর পায়নি।’ মারিয়ার বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
এক মাস আগে ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেন। তবে সেই বৈঠক থেকে ফলপ্রসু কোনো ফলাফল আসেনি।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ আনা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত থাকবে।
এদিকে আজ ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার এখন পর্যন্ত ২২ হাজার ৮০০ সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটি ৪০০ সেনা হারিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য জানায়।
এক ফেসবুক বার্তায় দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরও জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু পর মস্কো ৯৮০ টি ট্যাংক, ২ হাজার ৩৮৯টি সাঁজোয়া যান, ১৮৭ টি প্লেন এবং ১৫৫টি হেলিকপ্টার হারিয়েছে।