পগবা-হালান্দের এজেন্ট মারা গেছেন

0
0

অসুস্থতায় ভুগে মারা গেছেন ইতালিয়ান ফুটবল এজেন্ট মিনো রাইওলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

বৃহস্পতিবার ইতালিয়ান সাংবাদিকদের বরাতে খবরটি নিশ্চিত করে যুক্তরাজ্যের গণমাধ্যম মিরর। ধারণা করা হচ্ছে, ফুসফুস রোগের সঙ্গে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুপার-এজেন্ট রাইওলা।

এই ইতালিয়ান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এজেন্টদের একজন ছিলেন। জ্লাতান ইব্রাহিমোভিচ, পল পগবা, আর্লিং ব্রট হালান্দ, মার্কো ভেরাত্তি, মইস কিন, হেনরিখ মিখিতারিয়ান, জিয়ানলুইজি দোন্নারুম্মা, মারিও বালোতেল্লি-সহ অনেক হাইপ্রোফাইল ফুটবলারের এজেন্ট হিসেবে কাজ করেছেন রাইওলা।

এজেন্ট হিসেবে সফল ক্যারিয়ারে অনেক বিশাল অঙ্কের ট্রান্সফারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ২০১৬ সালে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা পগবার রেকর্ড ভাঙা ট্রান্সফারে রাইওলা মধ্যস্থতা করেন।

আশির দশকে এজেন্ট হিসেবে ক্যারিয়ার শুরু এই ইতালিয়ানের। ১৯৯৩ সালে আয়াক্স থেকে ইন্টার মিলানে যোগ দেওয়া ডাচ কিংবদন্তি ডেনিস বার্গক্যাম্পের ট্রান্সফারেও মধ্যস্থতা করেন রাইওলা।

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যাওয়া রবিনহোর ঐতিহাসিক পদক্ষেপেও জড়িত ছিলেন তিনি। যা ছিল সিটিতে শেখ মনসুর যুগের প্রথম ট্রান্সফার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here