অভিনয় থেকে বিরতিতে ‘স্পাইডার-ম্যান’ গারফিল্ড

0
0

গত বছরটা দারুণ কেটেছে অ্যান্ড্রু গারফিল্ডের। এক ব্লকবাস্টার বছর কাটানোর পর হলিউডের ‘টোস্ট’ হয়ে ওঠেন তিনি।

‘টিক, টিক… বুম!’, ‘দ্য আইস অব ট্যামি ফেয়ে’ এবং অবশ্য ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ ক্যামিও— আলোচনার বিষয়বস্তুতে পরিণত হন গারফিল্ড। কিন্তু তার ভক্তদের জন্য দুঃসংবাদ।

স্পটলাইট থেকে নিজেকে সাময়িক সময়ের জন্য সরিয়ে নিচ্ছেন ৩৮ বছর বয়সী অভিনেতা। গারফিল্ড জানিয়েছেন, অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি।

সম্প্রতি ভ্যারাইটি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘স্পাইডার-ম্যান’ খ্যাত তারকা জানান, তিনি স্বাভাবিক জীবন কাটাতে চান।

এফএক্স’এস লিমিটেডের ‘আন্ডার দ্য বেনার অব হেভেন’ সিরিজে অভিনয় করছেন গারফিল্ড। এই সিরিজ নির্মিত হয়েছে জন ক্রাকাউয়ের সত্য কাহিনী অবলম্বনে ২০০৩ সালে প্রকাশিত বই থেকে। সিরিজের নামও থাকছে একই নামে। সিরিজটির প্রথম সিজনের অভিনয় করার পর গারফিল্ড জানান, বিরতির কথা।

এই প্রসঙ্গে গারফিল্ড বলেন, ‘আমি একটু বিশ্রাম নিতে চাচ্ছি। আমি পরবর্তীতে কী করতে চাই এবং আমি কে হতে চাই তা নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। আমাকে কিছু সময়ের জন্য একটু সাধারণ হতে হবে।’

‘টিক, টিক… বুম!’ মুভিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে বছর দ্বিতীয়বারের মতো অস্কারের জন্য মনোনয়ন পান গারফিল্ড। তবে ‘কিং রিচার্ড’ সিনেমায় অভিনয় করে এই পুরস্কার জিতে নেন উইল স্মিথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here