ঈদের পর বোর্ডে ডাকা হবে রাহীকে

0
0

ঘরের মাঠে আবু জায়েদ রাহীর বোলিং রেকর্ড ভালোই। তবুও শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে দলে জায়গা হয়নি তার। নির্বাচকদের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন রাহী। তার শঙ্কা, এর পেছনে অন্য কাহিনীও থাকতে পারে। টাইগার পেসারের এমন প্রতিক্রিয়া নেতিবাচকভাবে নিয়েছে বিসিবি। এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে ঈদের পর রাহীকে বোর্ডে তলব করা হবে।
পুরো ক্যারিয়ারে ১৩ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন রাহী। যার ১১টিই দেশের মাটিতে নেন নিজের খেলা সবশেষ ৪ ম্যাচে। তবুও হোম কন্ডিশনে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বিবেচনায় আসেননি রাহী। বাদ পড়ে এক সাক্ষাৎকারে রাহী জানিয়েছেন, দলে সুযোগ পেতে তার কোনো লবিং নেই।

বোর্ডের অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস রাহির বিষয়টি নিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ভারতীয় এক ক্রিকেট সাইটকে জানান, বিষয়টির ব্যাখ্যা জানতে রাহিকে বোর্ডে তলব করা হবে

নান্নু বলেন, ‘আমরা ব্যাখ্যা শুনতে রাহিকে ঈদের পর ডাকব। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ার পর তার এমন প্রতিক্রিয়া সত্যিই দুঃখজনক।’
নান্নু জানান, রাহির ব্যাখ্যা শোনার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দলে ছিলেন। বাদ পড়েন দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে। এরপর স্কোয়াডে থাকলেও নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে সুযোগ হয়নি রাহীর। এবার গতির কারণে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ থেকে বাদ পড়লেন। এমনটাই বলছেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘সুইংয়ের দিক দিয়ে রাহীকে বিবেচনা করা হয়। যেহেতু হোম কন্ডিশন- রাজা এইচপি ট্রেনিংয়ে ভালো করেছে, ঘরোয়াতেও ভালো গতিতে বল করেছে। পেসে ভ্যারিয়েশনের জন্য একটু পরিবর্তন এনেছি।’
বিসিবি নির্বাচকের এমন ভাষ্য মানতে নারাজ রাহী। তিনি বলেছিলেন, ‘এই গতি নিয়েই আমি মিরপুরে শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি। আমার মনে হয় না গতি কোনো ইস্যু। এখানে অন্য কোনো কাহিনী থাকতে পারে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ই মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ১৫ই মে থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টাইগার-লঙ্কানদের মধ্যকার প্রথম টেস্ট। তার আগে ১১-১২ই মে এমএ আজিজ স্টেডিয়ামে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ২৩শে মে থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। দুটো ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here