আজ ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা ঘোষণা করেছেন পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। ধারণা করা হচ্ছে, তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। পিপিপি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে মঙ্গলবার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কথা ঘোষণা করেন বিলওয়াল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামার জামান কায়রাও এর আগে বিলওয়ালের মন্ত্রী হওয়ার বিষয়টি জানিয়েছিলেন।
জিও টিভির খবরে জানানো হয়েছে, যখন প্রথম ধাপে ফেডারেল মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন বিলওয়াল। তবে তিনি তখন শপথ নেননি। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব তখনই জানিয়েছিলেন, সামনেই মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন পিপিপি চেয়ারম্যান।
এদিকে সংবাদ সম্মেলনে বিলওয়াল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। তিনি বলেন, ষড়যন্ত্রের ভুয়া অভিযোগ তুলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের নাম খারাপ করেছেন ইমরান। তিনি বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, কাউকেই ষড়যন্ত্রের তালিকা থেকে বাদ দিচ্ছেন না। অথচ ইমরান খান নিজেই সংবিধান লঙ্ঘন করেছেন। তার কাছে সংবিধান সামান্য কাগজের টুকরা ছাড়া কিছুই না
তার সঙ্গে যোগ দিয়েছিল সাবেক ডেপুটি স্পিকার কাসিম সুরি এবং প্রেসিডেন্ট আরিফ আলভিও।
বিলওয়াল আরও বলেন, ইমরান খানের রাজনীতি হচ্ছে মূলত মিথ্যা ও প্রোপ্যাগান্ডা ভিত্তিক। তার প্রচারণার মূল কথা হচ্ছে, ‘কেনো আমাকে আপনারা বাঁচালেন না’। তাকে ক্ষমতায় রাখতে সাহায্য না করায় তিনি প্রতিটি প্রতিষ্ঠানকে দোষারোপ করে চলেছেন। পাকিস্তানের সবগুলো প্রতিষ্ঠানকে বিতর্কিত করায় ইমরানের সমালোচনা করেন বিলওয়াল।