রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের রাজকুমারী

0
0

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। মঙ্গলবার  সকালে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।

এরপর ডেনমার্কের রাজকুমারী প্রথমে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে ঘুরে দেখেন। পরে ৬ নম্বর ও ৮ নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্র জানায়, ডেনমার্কের রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ রক্ষার লক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন এবং নিজে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলে এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আমর্ড পুলিশের এসপি নইমুল হক বলেন, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করি। তার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর নিয়োজিত ছিল। একই সঙ্গে ১৪ এপিবিএন ৩৫০ জন  অফিসার ফোর্স সমন্বয়ে  বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তার সফরকালে ক্যাম্পে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে সোমবার বিকালে ডেনিস রাজকুমারী একটি বেসরকারি বিমানে করে কক্সবাজারে পৌঁছান। আগামীকাল বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here