মলদোভার বিচ্ছিন্নতাবাদী ট্রান্সনিস্ট্রিয়ায় হামলার অভিযোগ

0
0

মলদোভার বিচ্ছিন্নতাবাদী ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলের নিরাপত্তা পরিষদ ‘সন্ত্রাসী হামলা’র  অভিযোগ করছে। অঞ্চলের তিরাপসপোল শহরের একটি সামরিক ইউনিটের ওপর এই হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

মলদোভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তিনটি আক্রমণের মধ্যে এটি একটি।

হামলায় রাজ্যের নিরাপত্তা সদরদপ্তরের সোভিয়েত আমলের রেডিও এন্টেনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

মলদোভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেছে।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানায় রাশিয়া। নতুন এই পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের দোনবাস অর্থাৎ পূর্বাঞ্চলের পাশাপাশি দক্ষিণাঞ্চল দখলের দিকে এগোচ্ছে রাশিয়া। এত দিন কেবল রাশিয়ার পক্ষ থেকে পূর্বাঞ্চলে মনোযোগ দেওয়ার কথা বলা হচ্ছিল।

একজন রুশ সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চল দখল করতে পারলে মলদোভায় রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। সূত্র: গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here