গণভোটের আগ মুহূর্তে খেরসনের সরকারি দপ্তর দখল করল রাশিয়া

0
0

ইউক্রেনে হামলা শুরু করার পর পরই কৃষ্ণসাগরের সঙ্গে লাগোয়া অঞ্চল খেরসন দখল করে রাশিয়া।

এবার সেই খেরসনের সরকারি দপ্তর সিটি কাউন্সিল অফিস দখল করেছে রুশ সেনারা। খবর সিএনএনের।

খেরসনে বুধবার স্বাধীনতার ওপর গণভোট আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার সেনারা।

এর আগেই সোমবার খেরসনের সিটি কাউন্সিলের সকল দায়িত্ব নিজেদের কব্জায় নিল তারা।

খেরসনের মেয়র ইগোর কোলখায়েভ ফেসবুকে সোমবার স্থানীয় সময় রাতে জানান, অস্ত্রধারী ব্যক্তিরা খেরসন সিটি কাউন্সিলের ভবনে প্রবেশ করে। অফিসের চাবি নিয়ে নেয় এবং আমাদের নিরাপত্তারক্ষীদের সরিয়ে নিজেদের রক্ষীদের মোতায়েন করেছে।

ফেসবুকে মেয়রের করা এমন পোস্টের পর জানা যায়, খেরসনের সিটি কাউন্সিল অফিস থেকে ইউক্রেনের পতাকাও সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে খেরসনে গণভোট আয়োজনের আগে রুশ সেনাদের হুশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তিনি বলেছেন, এটি হবে একটি লজ্জাজনক অধ্যায়।

তাছাড়া তিনি জানান, খেরসনের মানুষ এমন গণভোটের পক্ষে না। তারা রাশিয়ার এমন উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

অন্যদিকে রাশিয়া অঞ্চলটির সাধারণ মানুষকে ভোট প্রদানের জন্য আহ্বান জানিয়েছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here