কেউ ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ দেখতে চায় না: চীন

0
0

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ছড়িয়ে পড়ুকে সেটা কেউ দেখতে চায় না।

সিএনএনের খবরে বলা হয়েছে,চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন এক সময় এই মন্তব্য করল যখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পরমাণু যুদ্ধ নিয়ে সতর্ক করেছেন।

সম্প্রতি রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ‘তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুতর ঝুঁকির’ ব্যাপারে সতর্ক করার সঙ্গে সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য কিয়েভের সমালোচনা করেন। লাভরভ বলেন, প্রকৃতপক্ষে এ ঝুঁকি আছে, আপনি একে ছোট করে দেখতে পারেন না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের অর্থ ন্যাটো জোট এক অর্থে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। যুদ্ধ অর্থ যুদ্ধই। পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে এক অর্থে যুদ্ধে লিপ্ত। তারা ছায়াযুদ্ধ করে যাচ্ছে এবং অস্ত্র জুগিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনে দফায় দফায় অস্ত্র পাঠাচ্ছে। কিন্তু সংঘাত আরও বাড়বে এমন আশঙ্কা থেকে পারমাণবিক শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না পশ্চিমা দেশগুলো।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই মঙ্গলবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উভয়পক্ষকে শান্ত এবং বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here