কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেলেন ২৩ আশ্রয়হীন পরিবার

0
0

বাগেরহাট প্রতিনিধি :

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই কচুয়া উপজেলায় ২৩ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে জমির দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেন প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা জিনাত মহল।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা জিনাত মহল বলেন আমরা সচ্ছতার সহিত দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল গরিব নিরন্ন ও আশ্রয়হীনদের মুখে হাসি ফোটাবার তারই লক্ষে কচুয়া উপজেলা প্রশাসন সর্বচ্চ প্রাধান্য দিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ তন্ময়ের নির্দেশনায় আমরা নিরালস ভাবে কাজ করে যাচ্ছি,আমরা সরকারি খাস জমি খুজছি যাতে করে ভবিষ্যতে কচুয়া উপজেলায় কোন ভুমিহীন ও গৃহহীন পরিবার না থাকে এই লক্ষে কচুয়া উপজেলা পরিষদ সর্বত্তক ভাবে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহেরা নাজনীন, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, উপজেলা সাব- রেজিষ্ট্রার তুপা বসু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিজ,রাড়িপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমা আক্তার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here