সত্যি কি ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে গোপনে যুদ্ধ করছে ব্রিটিশ বাহিনী?

0
0

ইউক্রেনে গত দুই মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী দেশটির বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, ব্রিটেনের বিশেষ বাহিনী ‘স্পেশাল এয়ার ফোর্স’ (এসএএস) ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। তারা ইউক্রেনীয় বাহিনীকে নানাভাবে প্রশিক্ষণ দিচ্ছে।

পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম ও রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রিয়া নভোস্তিও এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে।

গণমাধ্যমের এ ধরনের প্রতিবেদন প্রকাশের পর তা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার সর্বোচ্চ তদন্ত সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি গত শনিবার এ কথা জানায়। সংস্থাটি জানায়, তারা গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন মাধ্যমে জানতে পেরেছে যে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লাভিভ শহরে এসএএস সেনাদের মোতায়েন করা হয়েছে।

রুশ গণমাধ্যম রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, এসএএসের ২০ জন সদস্যকে ইউক্রেনের ওই অঞ্চলে পাঠানো হয়েছে। লাভিভে বিশেষ অভিযান পরিচালনা করা, শত্রুশিবিরে নজরদারি চালানো এবং ফিরতি হামলা ঠেকানোর জন্য তারা সেখানে গেছে বলে জানা যাচ্ছে।

এ প্রসঙ্গে ইনভেস্টিগেটিভ কমিটি বলেছে, নাশকতা চালানোর জন্যই ইউক্রেনের বিশেষ বাহিনীকে সাহায্য করতে ওই বিশেষ ব্রিটিশ বাহিনী সেখানে গেছে।

তবে সত্যি ব্রিটিশ বাহিনী ইউক্রেনে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি কোনও পক্ষ। কোনও গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনও বিশ্বাসযোগ্য তথ্য উঠে আসেনি।

অন্যদিকে, গণমাধ্যমে প্রকাশিত দাবি নিয়েও এখন পর্যন্ত ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি। সূত্র: ইউএস নিউজরয়টার্সআল-জাজিরাফিন্যান্সিয়াল টাইমসনিউজ অন এয়ারস্কাই নিউজএনিউজ ডট টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here