রানা প্লাজা ধস: যে যন্ত্রণা শুধু তারা বয়ে বেড়াচ্ছে

0
15

রবিবার সাভারের রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও এর যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে নিহত শ্রমিকদের স্বজন ও আহতদের। ক্ষতিপূরণ, পুনর্বাসন না পাওয়া ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবারের এ যন্ত্রণা যেন একান্ত নিজের। প্রতি বছর ২৪ এপ্রিল আসলে দিনটিকে চোখের জলে স্মরণ করেন ভবন ধসে আহত শ্রমিক, নিহত ও নিখোঁজদের স্বজনরা।

এ দিনটিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও তাদের পক্ষে কর্মসূচি দেন।

নয় বছর পার হলেও সেদিনের ভয়ংকর স্মৃতি তাড়া করে ফেরে প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকদের। উপযুক্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসা না পেয়ে তারা ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। বেশির ভাগ শ্রমিকই দুর্বিষহ বেকার জীবন বয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছে তাদের পরিবারের সদস্যরা।

রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয়। যিনি রানা প্লাজা ধসের ঘটনায় হারিয়েছেন তার স্বাভাবিক কর্মক্ষমতা। মেরুদণ্ডের আঘাত, বুকের পাঁজর ভেঙে যাওয়াসহ ডান পা অবশ হয়ে গেছে তার। এখন দিনের বেশির ভাগ সময় কাটে ঘরে শুয়ে-বসে। ক্রাচে ভর দেওয়া ছাড়া উঠে দাঁড়ানোর শক্তিটুকু আর অবশিষ্ট নেই তার।

তিনি জানান, সেদিন ভবন ধসের ২২ ঘণ্টা পর স্থানীয় কয়েকজন উদ্ধারকর্মী তাকে উদ্ধার করে বাইরে বের করে আনে। ওই অন্ধকার থেকে বেরিয়ে বাইরের আলোতে বের হওয়ার পরপরই জ্ঞান হারায় হৃদয়। সেখান থেকে তাকে প্রথমে সাভার সীমা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৭ দিন পর জ্ঞান ফিরলে ঢাকা মেডিকেল, সিআরপিসহ বেশ কয়েকটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

এখনো ওষুধের ওপরই বেঁচে আছেন জানিয়ে হৃদয় বলেন, এভাবে আর কত দিন শরীরে অসহ্য যন্ত্রণা বয়ে বেড়ানো লাগবে তা কেবল ওপরওয়ালাই জানেন।

একটি শ্রমিক সংগঠনের ব্যানারে ভবন ধসের ঘটনায় আহত নিলুফাও এসেছিলেন নিজের দাবি এবং অধিকার আদায়ের জন্য। অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিখোঁজ ও নিহতদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

কেমন আছেন জানতে চাইলে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, ৯ বছর পূর্ণ হলো তবুও আমার উপযুক্ত ক্ষতিপূরণ পেলাম না। টাকার অভাবে নিজের চিকিৎসা করাতে পারছি না, ওষুধ কিনে খেতে পারছি না।

প্রায় ১০ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন রানা প্লাজার ৫তলার প্যান্টম অ্যাপারেলস সুইং অপারেটর হিসেবে কর্মরত নিলুফা বেগম। উদ্ধারের পর দীর্ঘ ৯ মাস হাসপাতালের বিছানায় কেটেছে তার। ভাঙা পায়ে ইনফেকশন নিয়েও ভবন ধসের ঘটনায় দোষীদের শাস্তি দাবি এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকরে পুনর্বাসনের দাবিতে রোদে পুড়ে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিয়ে যাচ্ছেন এই নারী।

নয় বছর ধরে মায়ের ঝাপসা স্মৃতিকে আঁকড়ে ধরে প্রতি বছরই মায়ের আত্মার শান্তির জন্য বাবা এবং নানির সঙ্গে রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছে বারো বছরের কিশোর আলিম। রানা প্লাজার ধসের সময় তার বয়স ছিল আড়াই বছর।

রানা প্লাজার কাঁটাতারের ফাঁকা দিয়ে অপলক তাকিয়ে থাকা কিশোর আলিফ জানায়, তার মা মর্জিনা আক্তার সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন রানা প্লাজার প্যান্টম অ্যাপারেলস কারখানায়। ভবন ধসের ঘটনায় তার মায়েরও মৃত্যু হয়। ১৮ দিন পরে লাশ বুঝে পায় তার পরিবার। এরপর থেকে প্রতি বছর এ দিনে রানা প্লাজার সামনে ছুটে আসে সে। হাতড়ে বেড়ায় মায়ের ঝাপসা স্মৃতি। মায়ের ছবিটাও এখন তার চোখে মলিন হতে চলেছে। তাই ফ্যাল ফ্যাল করে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকে ধ্বংসস্তূপের সেই ফাঁকা জায়গাটির দিকে আর অভিশাপ দেয় সেই সকল দোষী ব্যক্তিদের যাদের জন্য আজ অনাথ হয়েছে সে।

এভাবেই তার মতো স্বজন হারানো ব্যক্তিদের কান্নায় ভারী হয়ে উঠে রানা প্লাজার আকাশ-বাতাস। সবারই দাবি উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আটতলা রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন। প্রাণে বেঁচে গেলেও পঙ্গুত্ব বরণ করতে হয় আরো হাজারখানেক গার্মেন্টস শ্রমিককে।

দিবসটি উপলক্ষে ৫৪টি গার্মেন্টস শ্রমিক সংগঠন নিয়ে গঠিত ‘গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ’র উদ্যোগে সকাল ১০টায় রানা প্লাজার নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত সমাবেশে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন  সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক নেতা নাহিদুল হাসান নয়ন, শামীম খান, কামরুন নাহার, অরবিন্দু ব্যাপারী, কবির হোসেন, শাহা আলম হোসেন, পারভীন আক্তার, ইসমাইল হোসেন ঠান্ডু, কামরুল ইসলাম, আলমগীর শেখ লালন, সালাউদ্দিন খান, বাকের হোসেন প্রমুখ।

সমাবেশে শ্রমিক নেতারা ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ, শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং সোহেল রানাসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানান।

এরপর সমন্বয় পরিষদের পক্ষ থেকে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে রানা প্লাজা ভবন ধসের নবম বছরে সকাল ৯টায় শহীদ স্মৃতিস্তম্ভে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, জি-স্কপ, শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট-কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ।  এ সময় বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, জি-স্কপ এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াহেদ, এনসিসিডাব্লউই’র কেন্দ্রীয় সদস্যসচিব শাকিল আক্তার চৌধুরী, কেন্দ্রীয় নেতা আলী রেজা চৌধুরী তুহিন, আব্বাস উদ্দিন, আহমেদ জীবন, আনিসুর রহমান, খুশবু আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিহত শ্রমিক পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ৪৮ লাখ টাকা, আহত, পঙ্গু শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ২৪শে এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here