যুদ্ধ শেষ করতে পুতিনকে আবারও আহ্বান জেলেনস্কির

0
0

যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার কিয়েভে একটি মেট্রো স্টেশনে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমি মনে করি যিনি এই যুদ্ধ শুরু করেছেন, তিনিই এটি শেষ করতে পারেন। খবর আলজাজিরার

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ভয় পাই না।

জেলেনস্কি বলেন, শুরু থেকেই আমি রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য জোর দিয়ে আসছি। এটা নয় যে আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমাকে তার সঙ্গে দেখা করতে হবে যাতে এই বিরোধ নিষ্পত্তি করা যায়। এটি হতে হবে কূটনৈতিক উপায়ে। আমাদের সহযোগীদের ওপর আস্থা আছে, কিন্তু রাশিয়ার ওপর আমাদের আস্থা নেই।

স্থানীয় সময় রোববার কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার সঙ্গে থাকবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এবারই প্রথম দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে কোনো কিছু বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here