ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়র ইভান ফেদোরভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ের জন্য ইউক্রেনের অস্ত্র এবং সমর্থন প্রয়োজন।
মেলিতপোলের মেয়র বলেন, আমাদের সমর্থন প্রয়োজন। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমাদের আজই সমর্থন প্রয়োজন, আগামীকাল নয়।
সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কথা উল্লেখ করে মেয়র ইভান ফেদোরভ বলেন, তার প্রত্যাশা যুদ্ধে জিততে তারা (যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন) ইউক্রেনকে পর্যাপ্ত সমর্থন এবং অস্ত্র দিবে।
উল্লেখ্য, ইউক্রেনের মেলিতপোলের শহরের মেয়র ইভান ফেদোরভকে মার্র্চে রুশ সেনারা তুলে নিয়ে যায়। পাঁচ দিন আটকে রাখার পর ইউক্রেন সেনাদের হাতে বন্দী কয়েকজন রুশ সেনার মুক্তির বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়। সূত্র: সিএনএন