কচুয়ায় আর ২৩ গৃহহীন পরিবারের স্বপ্ন পুরনে নির্বাহী কর্মকর্তা জিনাত মহলের সংবাদ সম্মেলন

0
0

বাগেরহাট প্রতিনিধি :আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ঈদ উপহার স্বরুপ কচুয়া উপজেলায় ২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির মালিকানা সহ গৃহ পেতে যাচ্ছেন।

২৩ টি ঘরের মধ্যে রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর মৌজায় ৫টি কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামে ১৮ টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫০০ শত টাকা করে মোট ৫৮ লাখ টাকা ব্যায়ে উপজেলা প্রশাসন এসব গৃহ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে।

আগামী মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তর করবেন।
রবিবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল।

প্রেস ব্রিফিং এ উপজেলা নিবার্হী কর্মকর্তা জিনাত মহল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিবার্হী কর্মকর্তা জিনাত মহল বলেন আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের সুপেয় খাবার পানির জন্য পানির ট্যাংকি ও নলকূপ স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

এছারা অন্য এক প্রশ্নের জবাবে কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার বলেন উপজেলার বগা গ্রামে বঙ্গপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড়ের কারনে নিতহ ও ক্ষতিগ্রস্থ ভূমিহীন ও গৃহহীন জেলে পরিবারের মাঝে এ প্রকল্পের মাধ্যমে আগামীতে জমিসহ ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,সহকারী ভুমি কর্মকর্তা তানিয়া নাজনিন,কচুয়া প্রেস ক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাইদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ, সহ-সভাপতি জাহিদুল ইসলাম বুলু, সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here