পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ১৫ থেকে ২০ বছর ধরে অবৈধভাবে ওই কারখানাটি পরিচালনা করে আসছিলেন বোরহান উদ্দিন। ওই কারখানায় বিভিন্ন ধরনের আতশবাজি তৈরি করে আশপাশের এলাকায় বিক্রি করা হতো।
মুক্তা ধর আরও বলেন, ওই কারখানা ৫০ জন শ্রমিক কাজ করতেন। দুর্ঘটনার দিন রাতের শিফটে কাজ করছিলেন ওই দুই নারী।
সিআইডি জানায়, ময়মনসিংহের নান্দাইলে বাঁশহাটি এলাকায় গত বুধবার ভোরে আতশবাজি তৈরির সময় বারুদ ও কেমিক্যালের বিস্ফোরণ ঘটে। এতে কারখানার শ্রমিক নাছিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫) মারা যান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। একটি মামলা হয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে, অপরটি হত্যা মামলা। দুই মামলাতেই কারখানার মালিকসহ চারজনকে আসামি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। আকাশে বিজলি চমকাচ্ছিল। এ রকম আবহাওয়ার সুযোগ নিয়ে বিস্ফোরণের পর কারখানার মালিক বোরহান উদ্দিন ও তাঁর লোকজন ঘরটিতে বজ্রপাত হয়েছিল বলে প্রচারণা চালান। কিন্তু ধ্বংসযজ্ঞ এতটাই বেশি ছিল যে ওই প্রচারণা হালে পানি পায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ধ্বংসস্তূপ সরিয়ে দুই নারীর লাশ উদ্ধার করেন।