ঈশ্বরগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে যুবলীগের ভাঙচুর, আহত ৫

0
25

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুর চালিয়েছে উপজেলা যুবলীগ। শনিবার বিকেলে পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার সময় বিএনপির অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়।

জানা গেছে, উপজেলার পৌর সদরের চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। আয়োজনের প্রস্তুতি মুহূর্তে বিকেল ৪টার দিকে উপজেলা যুবলীগের কিছু নেতাকর্মী দেশী অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী আহত হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম হারুন অর রশিদ বলেন, প্রশাসনকে অবহিত করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমাদের প্রস্তুতির শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীরা আসা শুরু করছে। এমন সময় আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ঘটনাস্থলে থাকা আমাদের ৪-৫ জন নেতাকর্মী আহত হয়। পরে বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তারা।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিরিস্থতি নিয়ন্ত্রণে আনা হয়। ইফতার মাহফিল বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here