ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি জাপানের

0
0

শুরু থেকেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করে আসছে জাপান। মিত্রদেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে মস্কোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে টোকিও। এমনকি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পুতিন প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা চালানোও দাবিও জানিয়েছেন। তবে যুদ্ধে আপত্তি থাকলেও রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি মোটেও আটকে নেই জাপানের। মত্স্য শিকার সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্যামন ও ট্রাউট মাছ শিকার নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাশিয়ার নদীতে জন্মানো স্যামন ও ট্রাউট মাছ শিকারের বরাদ্দ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে বলে শনিবার জাপানের মৎস দপ্তর জানিয়েছে। এই চুক্তির ফলে নিজের ‘এক্সক্লুসিভ ইকোনোমিক জোন’ তথা ‘স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলে’ রাশিয়ায় জন্মানো ২ হাজার ৫০ টন স্যামন ও ট্রাউট মাছ শিকার করতে পারবেন জাপানের মৎসজীবীরা। এজন্য রাশিয়াকে ফি বাবদ প্রায় ২০০ মিলিয়ন ইয়েন (১.৫৬ মিলিয়ন মার্কিন ডলার) দেবে জাপান।

গতবছরও মস্কো ও টোকিওর মধ্যে এই চুক্তি হয়েছিল। তবে এবছর ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তাই এই চুক্তি নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।

প্রসঙ্গত, শুরু থেকেই ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছে জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে মস্কোর উপর নিষেধাজ্ঞা করেছে টোকিও। যার ফলে দুই দেশের মধ্যে পূর্বনির্ধারিত বেশ কিছু প্রকল্পের কাজ থেমে গিয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানিতেও কমিয়ে আনছে টোকিও। সবমিলিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here