মাদকসহ স্বামী-স্ত্রী আটক

বিরামপুর থানা পুলিশ হেরোইন ও ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- ফজলুর রহমানের ছেলে সানোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী সাহারা খাতুনকে (৪০)।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ শহরের পূর্বজগন্নাথপুর আমবাগান এলাকার মাদক ব্যবসায়ী সানোয়ার হোসেনের বাড়িতে শুক্রবার বিকালে অভিযান চালায়। এ সময় পুলিশ ১১৫ পিস ইয়াবা টেবলেট ও ৫.২ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে তাদেরকে আটক করে থানা নিয়ে আসে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে এবং আসামিদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।