ইউক্রেনের বিশেষ বাহিনীর সদস্যদের তথ্য পাওয়ার দাবি রাশিয়ার

0
9

ইউক্রেনের স্পেশাল সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) সব সদস্যদের পরিচিতিমূলক তথ্য পেয়েছে রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রিয়া নভোস্তি’র বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খেরসন অঞ্চলে এসবিইউ সদস্যরা পালিয়ে যাওয়ার পর এসব তথ্য সম্বলিত ডকুমেন্ট পরিত্যক্ত অবস্থায় পেয়েছে রাশিয়ার সৈন্যরা।

 

এসব তথ্যের মধ্যে এসবিইউ সদস্যদের নাম ও ছবি রয়েছে, যা ইতোমধ্যে রাশিয়ার সরকারি মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তবে বিবিসি রাশিয়ার এই দাবি নিরপেক্ষ কোনও সূত্র থেকে যাচাই করতে পারেনি। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here