লুহানস্কের ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে: গভর্নর

0
10

ইউক্রেনের দোনবাসের লুহানস্ক অঞ্চলের ৮০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর সেরহি হাইদাই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

দোনবাস অঞ্চল গঠিত দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে। ২৪ ফেব্রুয়ারি হামলার আগে লুহানস্কের ৬০ শতাংশ এলাকা রুশপন্থিদের দখলে ছিল।

লুহানস্কের গভর্নর বলেন, রাশিয়ানরা, যারা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে চলতি সপ্তাহে ফের অভিযান শুরুর মাধ্যমে লুহানস্ক অঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে।

হাইদাই বলেন, সম্প্রতি লুহানস্ক অঞ্চলের ক্রেমিন্না শহর দখলে নিয়েছে রাশিয়া। এখন রুবিঝনে এবং পোপাসনা শহর হুমকির মধ্যে রয়েছে। আমি নাগরিকদের অনুরোধ করছি, আপনারা দ্রুত নিরাপদ জায়গায় সরে যান।

খবরে বলা হয়, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে দোনবাস অঞ্চল দখল করা মস্কোর লক্ষ্যগুলোর একটি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর কিছুদিন পরই মস্কো লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ সেনারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here