প্রায় দুই মাস ধরে অবরোধের পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সৈন্যদের প্রশংসা করেছেন তিনি।
এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। পুতিন তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন, তারা যেন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করে।
বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সরকার বলেছে, বেসামরিক লোকজনকে বহনকারী ৪টি বাস অবরুদ্ধ এবং ধ্বংস হয়ে যাওয়া বন্দরনগরী মারিওপোল ছেড়েছে। তবে ইউক্রেনের নৌবাহিনীর সৈন্যরা এখনও শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
ওদিকে, আজভস্টাল ইস্পাত কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় সেনা ও বেসামরিকদের সরিয়ে নিতে কোনো শর্ত ছাড়াই রাশিয়ার সঙ্গে বিশেষ আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন।
আলোচনার বিষয় হিসেবে ইস্পাত কারখানাটিতে আটকা পড়া বেসামরিক ও সেনাদের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্দিদের বিনিময় করার প্রস্তাব দিয়েছেন কিয়েভের সিনিয়র আলোচকরা।
মারিউপোলের অবশিষ্ট ইউক্রেনীয় সেনারা বিশাল আজভস্টাল ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পক্ষে আর বেশিক্ষণ হয়তো প্রতিরোধ অব্যাহত রাখা সম্ভব হবে না বলে গতকাল বুধবার সকালেই জানিয়েছিলেন সেখানে থাকা ইউক্রেইন মেরিনের একজন কমান্ডার।
রাশিয়া মস্কোর স্থানীয় সময় বুধবার দুপুর ২টার মধ্যে তাদের আত্মসমর্পণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেও আজভস্টালের সেনারা তা অগ্রাহ্য করে। আত্মসমর্পণ না করে প্রতিরোধ চালিয়ে যাবে বলে জানায় তারা। রাশিয়া অস্ত্র নামিয়ে রেখে আত্মসমর্পণ করার যে প্রস্তাব দিয়েছে তা তারা প্রত্যাখ্যান করেছেন।