বেতন না দিয়ে মালিক আত্মগোপনে, সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

0
0

সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে আত্মগোপন করেছেন আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার মালিক। বকেয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে রাস্তায় নামেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কারখানার শ্রমিকেরা।

এ সময় শিমরাইল-আদমজী সড়কে আধা ঘণ্টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় যানজট। তখন জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আসমা আক্তার নামে এক নারী শ্রমিক জানান, তিন মাসের বকেয়া বেদন না দিয়ে গত ১৩ এপ্রিল কারখানা বন্ধ করে দেয় বেকা গার্মেন্টসে অ্যান্ড টেক্সটাইলস কারখানার মালিক পক্ষ। বেতন না পাওয়ায় কারখানার আট-নয়শত শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।

‘আমাদের কষ্টের কথা বারবার কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হচ্ছে না। সামনে ঈদ। কি করব কেমনে বাড়ি যাব কোনো উপায় দেখছি না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, গত ১৩ এপ্রিল বেতন দেওয়ার কথা থাকলেও দেয়নি। সেদিন শ্রমিকরা অন্দোলন করলে মালিক পক্ষের সঙ্গে কথা হলে ১৮ এপ্রিল বেতন দেওয়ার কথা দেয়। পরে ২০ তারিখ। দফায় দফায় তারিখ পাল্টিয়েও বেতন না দেওয়ায় আমরা কারখানা মালিকের বাড়ি পর্যন্ত গিয়ে সন্ধান করে পাইনি। মোবাইলেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিকের খোঁজ করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে ইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here