দুদকের মামলায় জামিন পেলেন সাবেক এমপি পাপুলের শ্যালিকা

0
0

দুদকের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। দুদকের কৌঁসুলি মীর আহাম্মেদ আলী সালাম এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আজ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন। সে আবেদনের প্রেক্ষিতে বিচারক জামিন মঞ্জুর করেন।

নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১১ নভেম্বর পাপুলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। মামলায় আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে এবং প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের পাঁচটি হিসাবের মাধ্যমে ১৪৮ কোটি টাকা মানিলন্ডারিং হয়।

এছাড়া, এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার উৎস জেসমিন দাখিল করতে পারেননি।

এ মামলায় পাপুল ছাড়াও অন্য আসামি হলেন- পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here