বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে জার্মান রাষ্ট্রদূত আচিন ট্রস্টার বিএনপির বক্তব্য ‘মিস কোট’ করেছেন বলে দাবি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
গত ১৭ মার্চ বিএনপির সঙ্গে সৌজন্য বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত। বৈঠক-পরবর্তী বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে দলটির একজন শীর্ষসারির নেতা সাংবাদিকদের বলেছিলেন, দেশের নির্বাচন, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
পরবর্তী সময়ে বৈঠকে বিএনপির সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপির বক্তব্য সঠিক ছিল দাবি করে অসন্তুষ্টি জানান জার্মান রাষ্ট্রদূত।
গতকাল বুধবার (২০ এপ্রিল) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, বিএনপির কোন মন্তব্যে তিনি অখুশি।
জবাবে ট্রস্টার বলেন, আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়। বিএনপি আমাকে ‘মিস কোট’ করেছে।