এমনকি এনডি টিভি পরামর্শ দিচ্ছে, আপনি যদি নিজেকে তাৎক্ষণিকভাবে রিফ্রেশ করতে চান, তাহলে সরাসরি ক্যাটরিনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যান এবং তাকে দেখে নিজের প্রাণটাকে জুড়িয়ে নিন।
বৃহস্পতিবার একটি নয়, নিজের তিনটি সুন্দর ছবি তুলেছেন এই বলিউড দিভা। আর ক্যাটরিনার ছবিগুলো দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন ইনস্টাগ্রামে তার অনুসারীরা।
অভিনেত্রী-হোস্ট মিনি মাথুর ক্যাটরিনার পোস্টের কমেন্ট বক্সে দুটি হার্ট ইমোজি সহ জিজ্ঞেস করেন, ‘কেন এত সুন্দর’?
শ্বেতা বচ্চন একটি হৃদয়-চোখের ইমোজি ড্রপ করেন এবং পরিচালক জোয়া আখতার বলেছেন, ‘কিস মিস’।
ছবির ক্যাপশনে ক্যাটরিনা কাইফ একটি সাদা হার্ট ইমোটিকন জুড়ে দিয়েছিলেন। ভক্তরাও মন্তব্যের ঘরে একগুচ্ছ হার্ট ইমোজি এবং প্রশংসার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এক সপ্তাহ আগে ক্যাটরিনা কাইফ সমুদ্র সৈকতে তোলা নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন। একটি কালো সাঁতারের পোশাক এবং একটি বিচ ক্যাপ পরিহিত, ক্যাটরিনাকে বরাবরের মতই চমৎকার দেখাচ্ছিল।
তার সেই ছবিতে স্টাইলিস্ট অনিতা শ্রফ আদাজানিয়া মন্তব্য করেছিলেন, ‘ও লা লা’।
ফিটনেস প্রশিক্ষক এবং ক্যাটরিনার বন্ধু ইয়াসমিন করাচিওয়ালা বলেছেন, ‘ওওওও খুব কুল এবং সুপার হট’।
অভিনেত্রী বাণী কাপুর সেই ছবিতে একটি ফায়ার ইমোজি ড্রপ করে মন্তব্য করেছিলেন।
ক্যাটের এই ছবি মুহূর্তেই ভাইরাল। শাহরুখ কন্যা সুহানা থেকে জাহ্নবী কাপুর- সকলেই এই ছবিতে ‘লাইক’ দেন।
এমনকি ক্যাটরিনার শ্বশুরও সেই ছবিতে লাইক দিয়েছেন।
ভিকি কৌশলকে বিয়ে করার পর ক্যাটরিনার সৌন্দর্য যেন আরও বেড়েছে। প্রায়ই তাকে খুল্লামখুল্লা পোশাকেও দেখা যাচ্ছে।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল রাজকীয় বিয়ের আসর। সদ্যই ‘টাইগার ৩’র শ্যুটিং সেরেছেন ক্যাট। তাঁর হাতে রয়েছে ‘ফোন ভূত’, ‘মেরি ক্রিসমাস’-এর মতো প্রকল্প।