আজভস্টালে পুতিনের হামলা না করার ‘গোপন’ কারণ কি?

0
0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার হঠাৎ করে তার সেনাদের নির্দেশ দেন মারিউপোলের আজভস্টালে কোনো ধরনের অভিযান না চালাতে।

অভিযান না চালিয়ে বরং সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের কড়াকড়িভাবে অবরুদ্ধ করার নির্দেশনা দেন।

পুতিন বলেন, আজভস্টালে এখন সামরিক অভিযান চালানোর বিষয়টি হবে ‘অপ্রাসঙ্গিক’।

কিন্তু পুতিন কেন হঠাৎ আজভস্টালে বোমাবর্ষণ, গোলাবর্ষণ বন্ধ করে দিতে বললেন? কেনই বা তিনি তার সেনাদের সরাসরি অভিযান চালানো বন্ধ করে দিতে বললেন? এর ভেতরের বা গোপন কারণ কি?

এর কারণ বিশ্লেষণ করেছেন গণমাধ্যম বিবিসির কূটনৈতিক প্রতিবেদক পল অ্যাডামস।

তিনি তার বিশ্লেষণে বলেছেন, পুতিন চান দোনবাসে তার অভিযান অব্যহত রাখতে এবং দোনবাসে তিনি যে লক্ষ্য ঠিক করেছেন সেটি অর্জন করতে।

তাই তিনি চান না মারিউপোলে তার সেনারা আর কোনো ক্ষয়ক্ষতির মুখে পরুক বা রুশ সেনাদের শক্তি কমে যাক। মারিউপোলের সেনাদের তিনি দোনবাসে কাজে লাগাতে চান।

মারিউপোলে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার এমনিতেই অস্ত্র ও মানব শক্তি দুটিই অনেক ক্ষতির মুখে পড়েছে। যদি মারিউপোলে এ ক্ষতির মুখে না পড়ত রুশ বাহিনী তাদের তাহলে আরও বড় লক্ষ্য অর্জনে কাজে লাগাতে পারত।

মারিউপোলের যে স্টিল কারখানায় ইউক্রেনীয় সেনারা অবরুদ্ধ হয়ে আছেন সেই জায়গাটি মারিউপোলের মূল অঞ্চল থেকে একটু আলাদা। কাল’মিউস নদীর কারণে এটি আলাদা। ফলে সেখানে ইউক্রেনীয় বাহিনীকে পুতিন সহজেই আলাদা করে ফেলতে পারবেন।

পুতিন নির্দেশ দিয়েছেন আজভস্টাল থেকে যেন একটি মাছিও বের না হতে পারে। এজন্য অবশ্য পুতিনকে রুশ বাহিনীর বড় একটি অংশকে সেখানে পাহাড়ায় বসাতে হবে।

পুতিন আজভস্টালে হামলা বন্ধ করতে বলেছেন আরেকটি কারণে। সেটি হলো কূটনৈতিক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি হুশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, আজভস্টালে আশ্রয় নেওয়া কাউকে যদি হত্যা করা হয় তাহলে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।

পুতিন বিষয়টিকে আমলে নিয়েছেন। এর ফলে আক্রমণ বন্ধ করে দিতে বলেছেন।

আরেকটি কারণ থাকতে পারে। সেটি হলো অর্থনৈতিক। পুতিন চান না আজভস্টাল ধ্বংস হয়ে যাক। কারণ এটি হলো বিশ্বের সর্ববৃহৎ স্টিল উৎপাদনকারী প্ল্যান্ট।

পুতিন চান স্টিল  প্ল্যান্টটি অক্ষত থাকুক এবং সেটির সুবিধা রাশিয়া ভোগ করুক।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here