সন্দ্বীপ চ্যানেলে স্পিডবোট ডুবে শিশুর মৃত্যু, নারী-শিশুসহ নিখোঁজ ৩

0
0

চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলের কুমিরা ঘাট থেকে প্রতিকূল আবহাওয়ায় ছেড়ে আসা একটি স্পিডবোট সাগরে উল্টে গিয়ে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু ও এক নারী যাত্রী নিখোঁজ আছে। বুধবার সকাল ৮টার দিকে কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্পিডবোট দুর্ঘটনায় নিহত শিশুর নাম নুসরাত জাহান আলিফা (১৩)। সে সন্দ্বীপ মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেন।

স্থানীয়দের অভিযোগ, সন্দ্বীপ চ্যানেল দিয়ে নিয়মিতই অবৈধ ফিটনেসবিহীন স্পীডবোট, অদক্ষ চালক আর ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটে থকে।

তবে প্রশ্ন ওঠেছে, কালবৈশাখীর প্রতিকূল আবহাওয়া দেখেও কেন স্পিডবোট ছাড়ল। এ নিয়ে যাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন ওঠেছে ঘাট পরিচালনার দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে।

 

জানা যায়, দুর্ঘটনা কবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পানিতে ডুবে যাওয়া শিশু আলিফাকে উদ্ধার করে সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে একটি স্পিডবোট ডুবে যায়। বোটে ২০ জন যাত্রী ছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ২০ জন যাত্রীর মধ্যে ১৬  জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক  চিকিৎসা দিয়ে ৯ জনকে বাড়িতে ছেড়ে দেয়া হয় এবং ৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। একজনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মত ঘোষণা করেন। তাছাড়া নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here