শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

0
0

মে মাসে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আর লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে প্রিমিয়ার লিগে আগামীকালই মাঠে নামবেন তিনি। দেশে ফেরার পর এমনটাই জানান সাকিব।

৩৫ বছর বয়সী তারকা বলেন, ‘এক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে। এখন যদি চারটা ম্যাচ খেলতে পারি তাহলে আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।’

ডিপিএলে সাকিব ছিলেন মোহামেডানের খেলোয়াড়। তবে তার দল সুপার লিগের আগে বাদ পড়ায় তিনি খেলার সুযোগ পাননি। যার ফলে সাকিবকে এবার দেখা যাবে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। প্রিমিয়ার লিগের সুপার সিক্সে দলটির হয়ে তাকে খেলার অনুমতি দিয়েছে মোহামেডান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলার প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা নিয়ে সন্দেহের তো কিছু ছিল না। যদি জরুরি কোনো কিছু থাকত তাহলে তা অন্য বিষয়। অবশ্যই খেলব।’

তবে পরের মৌসুম থেকে সাকিব মোহামেডানের হয়েই খেলবেন। বিশ্বসেরা অলরাউন্ডারকে আগামী বছরের জন্য ধরে রাখবেন জানান দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির পরিচালক এ জি এম সাব্বির। শ্রীলঙ্কা সিরিজের কারণে ডিপিএলে রূপগঞ্জের হয়ে সাকিবকে খেলার অনুমতি দিয়েছেন জানান তিনি।

আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ১৫ মে, চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ শুরু হবে ২৩ মে, ঢাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here