যুদ্ধ থেকে পুতিনকে ‘নিরাপদ প্রস্থান’ দেওয়ার আহ্বান রুশ ধনকুবেরের

0
0

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় পড়ে এক রুশ ধনকুবের মস্কোর ‘গণহত্যা’র নিন্দা জানিয়েছেন। ‘ক্ষেপাটে’ সংঘাত অবসানে তিনি পশ্চিমা নেতাদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার

ওলেগ টিনকভ (৫৪) নামে এই রুশ ধনকুবের মঙ্গলবার অনলাইনে দাবি করেন, রাশিয়ার ৯০ শতাংশ মানুষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমনের বিরুদ্ধে। রাশিয়ার সেনাবাহিনীকে তিনি ‘নির্বোধ’ বলে অভিহিত করেন।

ওলেগ টিনকভ রাশিয়ার টিনকফ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই ব্যাংকটি রাশিয়ার সবচেয়ে বড় ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরে তিনি দেশের বাইরে থেকে কার্যক্রম পরিচালনা করছেন। পশ্চিমা দেশগুলো তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

 

ওলেগ টিনকভ বলেন, আমি এই ‘উন্মাদ’ যুদ্ধের সিঙ্গেল কোনো সুবিধাভোগী দেখছি না। নিরপরাধ মানুষ এবং সৈন্যরা মারা যাচ্ছে।

ইনস্টাগ্রাম পোস্টে এই ব্যবসায়ী পশ্চিমাদের প্রতি একটি ‘মর্যাদাপূর্ণ পন্থায়’ পুতিনকে যুদ্ধে থেকে বের করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ধনকুবের ওলেগ বলেন, ক্রেমলিনের কর্মকর্তারা হতবাক যে তারা বা তাদের সন্তানদের কেউই গ্রীষ্মে ভূমধ্যসাগরের বাইরে যেতে পারবে না। ব্যবসায়ীরা তাদের বাকি সম্পত্তি বাঁচানোর চেষ্টা করছেন। প্রেসিডেন্ট পুতিনকে নিরাপদে যুদ্ধ থেকে সরে যেতে পশ্চিমাদের তিনি ‘যৌক্তিক এবং মানবিক’ হওয়ার আহ্বান জানান।

গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেনা পাঠানোর নির্দেশের কয়েক ঘণ্টা আগে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন পুতিন। এই অঞ্চল দুটি হলো দোনেৎস্ক ও লুহানস্ক।

ইউক্রেন যুদ্ধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি হয়েছে। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

কিয়েভ এবং পশ্চিমা সরকারগুলো রাশিয়ার যুদ্ধ প্রত্যাখান করে রাশিয়ান কোম্পানি এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেশ কিছু রাশিয়ান ধনকুবের প্রকাশ্যে শান্তির জন্য আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here