পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুনামগঞ্জ হাওরে যে ফসলহানি হয়েছে তাতে সারা দেশের ধানের দাম ও খাদ্য সংকটে তেমন প্রভাব পড়বে না। তবে সাংবাদিকরা হাওরের ফুলায়া ফাপায়ে রিপোর্ট করার জন্য দেশে আতঙ্ক তৈরি হয়েছে এর কারণে ব্যবসায়ীরা ধানের দাম বাড়ানোর সুযোগ নিবে।
তিনি বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ ভালো হয়েছে বলেই ফসলহানি কম হয়েছে, যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতা করা হবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ হাওরে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন এসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিষয়ে আগামী দুদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এক আসনের সাংসদের মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নিতে প্রকৌশলী জহিরুল ইসলাম।