বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা আজ সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে, হাওর এলাকায় কোনো রাস্তাঘাট আর করা যাবে না। করতে হলে এলিভেটেড করতে হবে। এ ছাড়া যেসব রাস্তা হয়েছে, সেখানে আধা কিলোমিটার পরপর দেড় শ থেকে দুই শ মিটারের সেতু করে দেওয়া যায় কি না, সেটিও দেখতে বলা হয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেতু আছে, তারপরও সার্ভে করতে বলা হয়েছে সড়কের কারণে যদি কোথাও পানি আটকে যায়, তাহলে আধা কিলোমিটার বা যৌক্তিক দূরত্বে সেতু করা যায় কি না, সেটা বিবেচনা করতে।
হাওর এলাকায় আগাম বন্যা পরিস্থিতি এবং ধানের ক্ষতির বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই নির্দেশনা দেওয়া হয়।