কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি রাজু র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। রোববার ভোরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি বলেন, সন্ত্রাসী রাজু তার সহযোগীদের নিয়ে গোলাবাড়ি সীমান্তে অবস্থান করছেন গোপন সূত্রে এমন খবর পেয়ে আমাদের একটি টহল টিম ঘটনাস্থলে যায়। এ সময় সন্ত্রাসীরা টের পেয়ে গুলি চালাতে শুরু করেন। পরে আত্মরক্ষায় আমাদের টিমও গুলি চালায়। এতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একজন সদস্য ও সন্ত্রাসী রাজু গুলিবিদ্ধ হন। রাত সোয়া ২টার দিকে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে রোববার বেলা ১১টার দিকে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বুড়িচং সীমান্তের হায়দরাবাদ এলাকায় রাজু ও তার বাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক মহিউদ্দিন সরকার। এ ঘটনায় তার মা মমতাজ বেগম বাদী হয়ে থানায় রাজুকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ এরইমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে।