মারিউপোলে অবরুদ্ধ থাকা ইউক্রেনীয় সেনা সদস্যদের আত্মসমর্পণ করতে বলেছে রাশিয়া।
আজ রোববার স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে অস্ত্র জমা দিতে নির্দেশ দিয়েছে দেশটি। তারা বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমর্পণ করলেই তাদের জীবন রক্ষা পাবে। খবর বিবিসি’র।
আর মারিউপোলে কোনও ইউক্রেনীয় নাগরিকদের হত্যা করলে রাশিয়ার সাথে সব ধরনের আলোচনা বন্ধ করে দেবে বলে সতর্ক করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত ৫৩ দিনে ইউক্রেনীয় সেনাবাহিনীর ২৩ হাজারেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির একটি হিসাবও তুলে ধরেছেন।
রোববার স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে আত্মসমর্পণ না করলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করে দিয়েছেন রুশ সেনাবাহিনী।
এরই পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য পরমাণু হামলার ব্যাপারে দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন।
যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসসহ দেশটির জ্যেষ্ঠ কয়েকজন মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।