দুই গ্রুপের সংঘর্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে। পরে সম্মেলন স্থগিত করা হয়েছে।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন ও তার অনুগত কোনো নেতাকর্মীকে সম্মেলনের ব্যাপারে জানানো হয়নি। তাদের কোনো কমিটিতে রাখা হয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। তাদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ যোগ দেন। সম্মেলন শুরুর আগে মামুন মাহমুদের পক্ষে একটি মিছিল সভাস্থলে স্লোগান দিয়ে প্রবেশ করলে তাদের ওপর চড়াও হন গিয়াসউদ্দিনের সমর্থকরা। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টের ম্যানেজার শাহীন বলেন, হঠাৎ তাদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর ১৫-২০ জন এসে রেস্টুরেন্ট ভাঙচুর শুরু করে। আমাদের রেস্টুরেন্টে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিএনপি সমর্থিত ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে একটি পক্ষ পকেট কমিটি করার চেষ্টা করছে। ওই সময় রাজপথে থাকা নেতারা বিরোধিতা করলে তাদের ওপর হামলা চালায়। পরে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়।জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, সম্মেলন স্থগিত করা হয়েছে। এক পক্ষ ভেতরে ও আরেক পক্ষ বাইরে অবস্থান নেওয়ায় কাউকে আহত হতে দেখিনি।
জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ জানান, গত নির্বাচনে তারা নৌকার পক্ষে কাজ করেছে। পরিকল্পিতভাবে সম্মেলনকে পণ্ড করতে আওয়ামী লীগের ছত্রছায়ায় সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তাদের একটি অভ্যন্তরীণ প্রোগ্রাম ছিল এটি। সেখানে নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।