মোরশেদ বলেছিলেন, ‘ক্লান্ত লাগছে, ইফতারের পর আমায় মেরো’

0
0

কক্সবাজারে ইফতার কিনতে যাওয়ার সময় মোরশেদ নামের এক ব্যক্তিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ভোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয় বলে জানায় র‍্যাব। টেকনাফ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক।

র‍্যাব সূত্রে জানা যায়, মোরশেদকে পিটিয়ে হত্যা করে গ্রেপ্তার আসামিরা। আসামিদের বরাত দিয়ে র‍্যাব বলছে, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে মোরশেদ বলেন, ‘এখন ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই আমায় মেরো।’ আসামিরা তাকে সে সুযোগ দেয়নি।

র‍্যাব-৭ চট্টগ্রামের কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান বলেন, আসামিরা টেকনাফ থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছেন, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেন।

প্রসঙ্গত, ৭ এপ্রিল কক্সবাজারের পিএমখালীর বাসিন্দা মোরশেদ ইফতারি কেনার জন্য চেরাংঘর স্টেশনে বের হলে কুপিয়ে আহত করা হয়। পরে রাত ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here