কুমিল্লা বুড়িচং উপজেলার ভারতের সীমান্তবর্তী এলাকায় সাংবাদিক মহিউদ্দিন ওরফে নাঈম সরকার (২৪) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার এজাহারভুক্ত আসামি ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। এছাড়াও এ ঘটনায় এজাহারবহির্ভূত আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় জানায়নি পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে বুধবার রাত রাত সাড়ে ১০ টার দিকে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী রাজাপুর ইউনিয়নে হায়দরাবাদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন নাঈম নিহত হন।