বাগেরহাটের প্রাণকেন্দ্রে অবস্হিত রাহাতের মোড়ে মৌ টেলিকমে দুর্ধর্ষ চুরি

    0
    58

    বাগেরহাট জেলা প্রতিনিধি, বাগেরহাটের প্রাণকেন্দ্র রাহাতের মোড়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মিঠুন চক্রবর্তীর মৌ টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।ব্যবসায়ীর সূত্রে জানাগেছে ১২/০৪/২০২২ মঙ্গলবার আনুমানিক রাত নয়টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ীতে চলে আসি।পরের দিন ১৩/০৪/২০২২ বুধবার সকাল ১১ টার দিকে দোকানের সামনের সার্টার খুলে ঢুকে দেখি আমার দোকানের পিছনের কাঠের বেড়া ও দরজা ভাঙ্গা এবং দোকানের ক্যাশে রাখা নগদ ৬০,০০০/ টাকা এবং একটি Itel A26 মোবাইল ফোন নেই। অজ্ঞাতনামা কে বা কাহারা ওই রাত্র হতে পরদিন সকাল ১১ টার মধ্যে যে কোনো সময় চুরি করে নিয়ে গেছে। আমি তৎক্ষনাৎ পার্শ্ববর্তী দোকানদারদেরকে বিষয়টা অবহিত করি এবং থানায় একটি সাধারন ডায়েরি করেছি। হটাৎ করে বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের চুরির ঘটনায় সাধারন ব্যবসায়ীদের মধ্যে চুরি আতংক বিরাজ করছে। ব্যবসায়ীরা ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের কড়া নজরদারীর পাশাপাশি এই চুরির ঘটনার সঠিক তদন্তপূর্বক দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here