মোড়েলগঞ্জ থেকে মোঃ মাহামুদুল হাসান শুভ-উপজেলা নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আমরবুনিয়া গ্রামের রমনি বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননার পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে কৌশিক বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় মুসল্লিরা সোমবার তারাবি নামাজের আগে মিছিল বের করেন। এক পর্যায়ে কৌশিক বিশ্বাসের বাড়িঘর ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেয়া হয়।বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ‘কৌশিক বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ৩ বছর ধরে ভারতে জেলে হিসেবে কাজ করছিলেন। ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়িতে আসেন।
‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।