গাজীপুরে চলতি মাসের বেতন ও ঈদবোনাস পরিশোধের দাবীতে জায়ান্ট গ্রুপের তিন কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের বেশ কয়েকটি গাড়িসহ আশেপাশের কয়েকটি কারখানা ভাংচুর করেছে। পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জিএমপি’র বাসন থানার ওসি মালেক খসরু খান ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার শহীদ রওশন আলী সড়কের জায়ান্ট গ্রুপের তিন কারখানা সফি প্রসেসিং ইন্ডস্ট্রিজ লিঃ, মেভিস গার্মেন্টস লিঃ ও জায়ান্ট নীট ফ্যাশন এ দেড় সহ¯্রাধিক শ্রমিক কাজ করে। শ্রমিকদের গত মার্চ মাসের বেতন ভাতা নির্ধারিত তারিখ সোমবার পরিশোধ করা হয়। পরদিন মঙ্গলবার কাজে যোগ দিতে শ্রমিকরা সকাল সোয়া ৭টার দিকে কারখানার গেইটে এসে জড়ো হতে থাকে। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে তারা চলতি এপ্রিল মাসের বেতন ভাতাসহ ঈদবোনাস পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এসময় তারা চলতি এপ্রিল মাসের বেতন ভাতা আগামি ১৫ এপ্রিল এবং ঈদবোনাস ২০ এপ্রিলের মধ্যে পরিশোধের দাবি জানায়। তারা প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধের ও পিসি কমিটি বাতিলেরও দাবী জানায়। বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের সঙ্গে আন্দোলনে অংশ নিতে পার্শ্ববর্তী কারখানাগুলোতে গিয়ে শ্রমিকদের আহবান জানিয়ে কারখানায় প্রবেশে বাঁধা দেয়। এসময় তারা হাসান তানভীর ফ্যাশন লিঃ ও লিবাস নীটওয়্যার লিঃসহ আশেপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করতে থাকে। একপর্যায়ে আন্দোলনরতরা পার্শ্ববর্তী ঢাকা-গাজীপুর সড়কে গিয়ে বিভিন্ন যানবাহন ভাংচুর করতে করতে চান্দনা চৌরাস্তার দিকে যেতে থাকে। এসময় পুলিশ বাঁধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পথচারীরা দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৫ রাউন্ড টিয়ার শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় দেড়ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানার জিএম মোখলেছুর রহমান মুকুল বলেন, শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়া সম্পূর্ণ অযৌক্তিকভাবে চলতিমাসের বেতন ও ঈদবোনাস পরিশোধের দাবীতে বিক্ষোভ করেছে। শ্রমিকদের পাওনাদি সরকারের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা হবে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, এ ঘটনার পর দুপুরে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবীসমূহ মেনে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের আশ্বাস দেন। এসময় শ্রমিক নেতৃবৃন্দ বুধবার হতে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার আশ্বাস দেয়।