বাগেরহাট প্রতিনিধি :
মাতৃদূগ্ধ বিকল্প, শিশু খাদ্য,বানিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জমাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগের প্রয়জনীয়তা বিষয়ক বাগেরহাটে পুষ্টি উন্নয়ন নাগরিক কমিটির সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার (১১এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন পুষ্টি উন্নয়ন নাগরিক কমিটির চেয়ারপার্সন ফরিদা আক্তার বানু লুসি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন প্রতিবছর ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পযন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। সপ্তাহ পালনের মূল উদ্যেশ্য সমাজে পুষ্টি সম্পর্কিত সচেতনতা, মানুষ যাতে শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পুরন করতে পারে সে সম্পর্কে এই দিবসের মূল লক্ষ্য।
বাগেরহাট জেলার মানুষের পুষ্টির মানে স্হিতিশীল উন্নতির প্রচার করা, পুষ্টি সম্পর্কিত কর্মসূচি সমূহ বাস্তবায়নে সহযোগিতা করা এবং সরকারের এসডিজি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে বাগেরহাট জেলা পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটি কাজ করে চলেছে।
আইবিএফএএন এর তথ্য(২০১৩) অনুযায়ী শিশুকে মায়ের দুধ না খাওয়ালে নিউমনিয়াজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় ১৫ গুন বৃদ্ধি পায় , ডায়রিয়ায় মৃত্যুর ঝুঁকি প্রায় ১১গুণ বৃদ্ধি পায়, শিশুদের অপুষ্টি ও অন্যান্য, কারণে মৃত্যুর ঝুঁকি প্রায় ১৪ গুন বৃদ্ধি পায়,জন্ডিস্, কানপাকা ও পরিপাকতন্ত্রের সংক্রমণসহ ডায়রিয়া হওয়ার আশংকা বৃদ্ধি পায়,শারীরিক বৃদ্ধি ও বুদ্ধি বিকাশ বাধাগ্রস্ত হয়।বয়সের তুলনায় ওজন অতিরিক্ত বৃদ্ধি পায়, দীর্ঘস্থায়ী রোগের (ডায়রিয়া,হৃদরোগ,স্থুলতা) ঝুঁকি বৃদ্ধি পায়।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন সহ নাগরিক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিতছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য মূখার্জী রবীন্দ্রনাথ, এ্যাডঃ মিলন কুমার ব্যানার্জী, সহ সভাপতি রিজিয়া পারভীন,সাধারন সম্পাদক সরদার তসলিম আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক কল্লোল সরকার, সদস্য বাবুল সরদার, সৈয়দ শওকত হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে বাগেরহাটের পুষ্টির মানউন্নয়নের লক্ষে জেলা প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকাকে স্মারকলিপি প্রদান করেন পুষ্টি উন্নয়ন নাগরিক কমিটির নেতৃবৃন্দরা।