ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে মাখোঁর জয়

0
0

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে ক্ষমতাসীন ইমানুয়েল মাখোঁ জয় পেয়েছেন, দ্বিতীয় পর্বে তার সঙ্গে লড়বেন চরম ডানপন্থি জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মারিন লু পেন।

 

রোববার অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচনে এ দুই প্রার্থী ২৪ এপ্রিলের রানঅফ ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হয়েছেন, তাদের মধ্যে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নির্বাচনের দ্বিতীয় পর্বেই চূড়ান্ত হবে।

৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, মাখোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ, লু পেন ২৩ দশমিক ৯৭ শতাংশ এবং অপর প্রতিদ্বন্দ্বী জা লুক মিনশঁ ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।

প্রথম পর্বে ভালোভাবে উৎরে গেলেও দ্বিতীয় পর্বের চূড়ান্ত ভোটে মাখোঁ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে মতামত জরিপগুলোতে আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

সমর্থকদের উদ্দেশ্যে মাখোঁ বলছেন, কোন ভুল করা যাবে না, এখনও কিছুই নির্ধারিত হয়নি।

 

অপরদিকে লু পেন মাখোঁবিরোধী প্রত্যেক ভোটারকে তার পক্ষে যোগ দেওয়ার ও ‘ফ্রান্সকে স্বমহিমায় ফিরিয়ে আনার’ আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here