বাংলাদেশকে ফলোঅন করালেই পারত দক্ষিণ আফ্রিকা। সম্মান দেখিয়ে নাকি ঝুঁকি এড়াতে ডিন এলগার তা করাননি জানা যায়নি। তবে প্রোটিয়াদের দেখান সম্মান নিতে পারলো না টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষ করেছে বিশাল হারের অপেক্ষা নিয়ে।
বাংলাদেশ এখনও দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে ৩৮৬ রানে। চতুর্থ দিন শুরু করবেন অধিনায়ক মুমিনুল হক (৫)। তার সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দেবেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ১৩ রান করে ফিরেছেন। নাজমুল শান্ত ৭ রান করলেও মাহমুদুল জয় এই ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি।
এর আগে পোর্ট এলিজাবেথ টেস্টে টস জিতে ব্যাটিং করে ৪৫৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পরে বাংলাদেশকে প্রথম ইনিংসে ২১৭ রানে ধসিয়ে দেয়। প্রথম ইনিংসে লিড নেয় ২৩৬ রানের। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৬ উইকটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশকে ৪১৩ রানের বিশাল লক্ষ্য দেয়।
বড় রান করা দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন কেশব মহারাজ। অধিনায়ক ডিন এলগার করেন ৭০ রান। তিনে নামা কেগান পিটারসন ৬৪ ও চারে নামা টেম্বা বাভুমা করেন ৬৭ রান। এছাড়া রান পান সাতে নামা ওয়ান মুলদার (৩৩) ও নয়ে নামা সিমন হারমার (২৯)।
জবাব দিতে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিন ৫ উইকেটে ১৩৯ রান তোলে। তৃতীয় দিন প্রথম সেশনের পরেই অলআউট হয়। তামিম ইকবাল ৪৭ এবং নাজমুল শান্ত ৩৩ রান করেন। পরে ইয়াসির রাব্বি ৪৬ ও মুশফিক ৫১ রানে আউট হন।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার সারেল আরউই ৪১ রান করেন। অধিনায়ক ডিন এলগার ২৬ রান আউট হয়েছেন। পরে টেম্বা বাভুমা (৩০) করে ফিরলে ইনিংস ছাড়ে তারা। কাইল ভেরাইনে ৩৯ রানে নটআউট ছিলেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। পেসার খালেদ আহমেদ নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাইজুল ৩টি ও মিরাজ নিয়েছেন ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিঙসে স্পিনার সিমন হারমার ৩টি এবং কেশব মহারাজ ২ উইকেট নিয়েছেন। পেস আক্রমণে ওয়ান মুলদার ৩টি এবং ডুয়াইন অলিভিয়ের নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে মহারাজ ২টি ও হারমার ১ উইকেট নিয়েছেন।